নিজস্ব প্রতিবেদক:২৯নভেম্বর চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহযোগিতায় উই বাজারের উদ্যোগে হোটেল আগ্রাবাদ প্রাঙ্গনে ২৭ নভেম্ব থেকে৫ দিনব্যাপী “নবান্ন উৎসব-১৪২৯”।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব নাসিম ফারহানা, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা ও ডা. মুনাল মাহবুব, ভাইস-প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, আয়েশা ফারহা চৌধুরী, নিশাত ইমরান, পরিচালক শামীম মোর্শেদ, সীমা খাতুন, সাবিনা কাইয়ুম, নূজহান নূয়েরী কৃষ্টি, আকলিমা আক্তার আঁখি, সিডব্লিওসিসিআই এর সদস্যবৃন্দ, নারী উদ্যোক্তা সহ অতিথিবৃন্দদের নিয়ে সমবেতভাবে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে “নবান্ন উৎসব-১৪২৯” এর শুভ উদ্বোধন করেন।
মেলা আগামী ১ ডিসেম্বর পর্যন্ত
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ০৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
Leave a Reply