হোসেন বাবলা::১৫ডিসেম্বর,চট্টগ্রাম।চট্টগ্রামের সাবেক তারকা কৃতি ফুটবলার শফিউল আলম (শফি)’র জীবন চলে অতিকষ্টে,ডান পায়ে জরুরী অপারেশন প্রয়োজন আর সুচিকিৎসার জন্য প্রচুর অর্থ লাগবে বলে কান্না কান্না কণ্ঠে জানালেন সংবাদ প্রতিবেদক কে। এক সময়ে মাঠ কাপাঁনো এ কালো শফি আজ বিছানায় শুয়ে শুয়ে টিভিতে খেলা দেখে সময় কাঠাচ্ছেন। নগরীর দক্ষিণ হালিশহরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মুকছদ বলীর জেষ্ঠ্য সন্তান।
যুব বয়সে এলাকার ঐতিহ্যবাহী সান ফ্লাওয়ার ক্লাব, পরে ইস্পাত একাদশ ও উদয়ন সংঘের হয়ে প্রথম বিভাগে ফুটবলার হিসেবে মাঠে নেমেই নব্বইদশকে সবার নজরে আসেন এই বলীর ছেলে শফিউল আলম (শফি)। সেই সময়ে নাম করা টিম মোহামেডান ব্লুজ খেলে হালিশহরের হৃদয়ে প্রিয় ফুটবলার হিসেবে খ্যাতির আসনে বসেন।
এক এক করে খেলেন১৯৯১ সালে মোহামেডান ব্লুজ, পরের বছর মোহামেডান স্পোটিং ক্লাব,ঢাকাস্থ ফকিরাপুল ইয়ংম্যান্স ক্লাব৯২-৯৪ইং,রহমতগঞ্চ এফসি৯৫-৯৬ইং এবং ৯৭-৯৮সালের শেষ বছর পর্যন্ত শতদল ও ল্যান্ড কাস্টম এক্সাইস টিমে। ২০০০-২০১৮ সাল পর্যন্ত পায়ের সমস্যা থাকায় আর মাঠে নিয়মিত নামতে না পারলেও মাঝে মাঝে এলাকার ক্লাব থেকে ১ম,২য়, ৩য় বিভাগ,পাইনিওয়ার, কিশোর ফুটবল টিমের হয়ে হেড কোচ এবং চসিক মেয়র কাপে ২বার সহকারী কোচ হিসেবে এম.এ আজিজ স্টেডিয়ামে দাড়াঁলো ও বিগত ২০২০ সালের ১লা অক্টোবর সড়ক দূর্ঘটনায় ডান পায়ে মারাত্মক আঘাত পাবার পরে আর ভালো করে হাটতে পারছেন না বলে জানিয়েছেন এই কৃতি ফুটবলার। পরিবারের ৩কন্যা,স্ত্রী ও এক ছোটবোন নিয়ে অতিসয় কষ্টে কাটছে তার বর্তমান জীবন সংসার।
দূর্ঘটনার পর মাঝে ২০২১সালে স্থানীয় টিমের পক্ষে ৩য় বিভাগ, পাইনিওয়া একাদশে কোচের ভূমিকায় দেখা গেলেও চলতি বছরের অক্টোবর থেকে এক প্রকার গৃহবন্দী হয়ে সময় কাঠাচ্ছেন। চট্টগ্রাম ফুটবল খেলোয়ড় সমিতির সিনিয়র সদস্য হিসেবে শফিউল আলম (শফি)’।
তার এই দূর্সময়ে কোন সহৃদয়বান ক্রীড়া সংগঠক-বৃত্তশালী এবং দানবীর,ক্লাব/সংগঠকদের শফির ব্যবহৃদ (০১৮২১-৯৭৭৭৮৩) এই নম্বরে অথবা সরাসরি বাড়িতে যোগাযোগ করার বিশেষ অনুরোধ জানিয়েছেন পরিবার বর্গের একান্ত সদস্যরা। তারা আরো জানায়, ছোট্ট্ একটি কাজ থাকলেও তা দিয়ে তাদের পরিবার- পরিজনের সাংসারিক খরচ যুগিয়ে বিশাল চিকিৎসার খরচ বহন অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে দাড়িঁয়েছে। তাই সবার কাছে সার্বিক সহযোগিতা ও চিকিৎসা সহায়তা কামনা করা হচ্ছে।
Leave a Reply