1. admin@bijoy52tv.com : bijoy52tv :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

বরিশালে কেক কেটে জনগনের সংবাদ পত্রিকার শুভ উদ্বোধন

বিজয় ৫২ টিভি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৬৪ জন দেখেছেন

শিকদার আল আমিন, বরিশাল ব্যুরোঃ সম্পূর্ন নতুন আঙ্গিকে শুভ উদ্বোধন করা হলো সত্য প্রকাশে আপোষহীন জাতীয় অনলাইন জনগনের সংবাদ পত্রিকার। পত্রিকাটি হবে সম্পূর্ন দলনিরপেক্ষ এবং গণমানুষের কন্ঠস্বর। নতুন ধারায় পত্রিকাটি ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে গণমানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পত্রিকাটির  স্লোগান হলো একটি গবেষণামূলক পত্রিকা, গণমানুষের কথা বলে।

 

রবিবার ২৫শে ডিসেম্বর বরিশালের ওয়াহেদ সম্মেলন কেন্দ্রের হলে কেক কেটে ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে জনগনের সংবাদ পত্রিকার শুভ উদ্বোধন হয়।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বরিশাল প্রতিনিধি এবং জাতীয় দৈনিক সবুজনিসান পত্রিকার বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান এস.এম. নওরোজ হীরা ।  প্রধান অতিথি হিসেবে  ছিলেন, গর্ভের বাকেরগঞ্জের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকমোঃ নাজিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহেরা মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ রাশেদুল ইসলাম। উপস্থিত ছিলেন  জনগণের সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মনির হোসেন।  নির্বাহী সম্পাদক :মোঃ মিরাজুর রহমান।  নগর সম্পাদক গোলাম রহমান। নগর সংবাদদাতা জুনায়েদ আল ইমরা। কুষ্টিয়া প্রতিনিধি তাওহিদুর রহমান।

 

সভাপতি নওরোজ হীরা বলেন জনগণের সংবাদ নামটি যেমন সুন্দর ঠিক কাজও তেমন সুন্দর হবে। তিনি তার বক্তব্যে আরও বলেন জনগণ বলতে একটি দেশের সকল মানুষদেরকে বোঝানো হয় ।একজন সাংবাদিক হিসেবে সকল জনসাধারণ ও অসহায় জনগণের পাশে দাঁড়াতে হবে।এবং সর্বদা সত্য সংবাদ লিখতে হবে। আমি আশা করি জনগণের সংবাদ পত্রিকাটি জনগণের কথাই তুলে ধরবে এবং সর্বদা সত্য সংবাদ প্রকাশ করবে।

 

পত্রিকার সম্পাদক মোঃ মনিরে হোসেন   বলেন, প্রতিটি কাজই অনেক উত্তম সেটা যদি সৎ ভাবে করা যায়। আমাদের পত্রিকার মূল স্লোগান হলো গবেষণামূলক পত্রিকা গণমানুষের কথা বলে (জনগণের সংবাদ) কথাগুলোর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন বাংলাদেশে অনেক পত্রিকা আছে তবে তাদেরস সংবাদের উপর গবেষণা করলে কতটা সত্যতা পাওয়া যায় তা আমার জানা নেই। কিন্তু আমাদের চিন্তা চেতনা হল প্রতিটা সংবাদ হবে তথ্যনির্ভর গবেষণামূলক ।এই পত্রিকাটি গণমানুষের কথা তুলে ধরবে।জনগণের পাশে সর্বদা থাকবে।

 

নির্বাহী সম্পাদক মোঃ মিরাজুর রহমান বলেন, সাংবাদিকরা  হলো জাতির আয়না সেটিকে সবসময় স্বচ্ছ রাখতে হবে যাতে জাতির আসল চেহারা তাতে ফুটে ওঠে তিনি আরো বলেন সাংবাদিকরা এক হয়ে একটি পরিবারের মত কাজ করলে দুর্নীতিমুক্ত একটি জাতি ও সুন্দর দেশ গড়া সম্ভব।

নগর সম্পাদক গোলাম রহমান বলেন, আমাদের পরিচয় উঠে আসবে আমাদের কাজের মাধ্যমে, সত্য এবং মানুষের উপকারে আসে এমন নিউজ করব যাতে দেশ ও মানুষের উপকারে আসে।

 

অতঃপর  অনুষ্ঠানে   সভাপতি সহ উপস্থিত বিশেষ অতিথি সম্পাদক.ও নির্বাহী সম্পাদক, নগর সম্পাদক ,কুষ্টিয়া প্রতিনিধি, নগর সংবাদদাতা সহ সকল অতিথিবৃন্দ কেক কেটে পত্রিকাটি উদ্বোধন করেন। এরপর একে অপরকে কেক এবং মিষ্টিমুখ করিয়ে আনন্দ প্রকাশ করেন এবং ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira