বিশেষ প্রতিনিধি: শরীয়তপুর সংবাদদাতা: জলাবদ্ধতার কারণে বছরের পর বছর অনাবাদি পড়ে থাকছে শরীয়তপুরের প্রায় আড়াই হাজার হেক্টর ফসলী জমি। এতে ক্ষতির মুখে পড়েছেন সহস্রাধিক কৃষক। উৎপাদন লক্ষ্য ও পূরণ হয়নি। দ্রুত জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্থক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা।
শরীয়তপুর উপজেলার সদর, নড়িয়া, জাজিরা ও গোসাইরহাট উপজেলার অর্ধশত গ্রামের হাজার হাজার হেক্টর ফসলী জমি পানির নিচে তলিয়ে আছে। খালের মুখ ভরাট হয়ে যাওয়া এবং কৃষিজমিতে মাছের ঘের তৈরি করায় পানি নামার পথ বন্ধ হয়ে গেছে। চাষের জমি পানির কয়েক ফুট নিচে তলিয়ে থাকায় ব্যাহত হচ্ছে ইরি ও বোরো চাষ।
কৃষকের দাবি, খাল কেটে ভরাট করে নির্মাণ করা হচ্ছে বাড়িঘর ও বিভিন্ন প্রতিষ্ঠান। ফলে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এতে ফসল ফলাতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। শরীয়তপুর জেলায় মোট আবাদ যোগ্য জমি রয়েছে ৮২ হাজার ৯৪৯ হেক্টর। এর মধ্যে নিচু জমির পরিমাণ ৯ হাজার ৫৭৫ হেক্টর।
Leave a Reply