রিপোর্টঃ শরীয়তপুর প্রতিনিধি মোঃ ওবায়েদুর রহমান সাইদ। শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে আঃ জলিল মাদবর চশমা প্রতীকে ৩৩০৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম শেলিম শিকদার ঘোড়া প্রতীকে ২৬৭৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন । বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ভোট গননা শেষে এ ঘোষণা দেন। এছাড়া আনারস প্রতীকে ১৭১১ ভোট পেয়েছেন বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার, টেবিলফ্যান প্রতীকে ১১৫৬ ভোট পেয়েছেন সোহেল সরদার এবং মোটরসাইকেল প্রতীকে ৪২৩ ভোট পেয়েছেন এফ এম লোকমান হোসেন।
সরেজমিনের গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শান্তপূর্ণ পরিবেশে মূলনা ইউনিয়ন পরিষদে প্রথমবারের মত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেলে ৪টায় ভোটগ্রহণ কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে কোনরকম বিশৃঙ্খলা ছাড়াই ভোটাররা তাদের ভোট প্রদান করেন পছন্দের প্রার্থীর প্রতীকে।
মোটরসাইকেল-২১, টেবিলফ্যান-৩১, আনারস-১৭৫, দু’টি পাতা-০৬, ঢোল-০৪, টেলিফোন-০৬, ঘোড়া-৬৭০, রজনী গন্ধা-১৩টি ভোট পায়। যেখানে পুরুষ ৯৫৫ এবং মহিলা ৮৩১ সহ মোট ১৭৮৬ ভোটের মধ্যে ১৪৭২টি বৈধ ভোট পড়ে। ০৭ নং কেন্দ্র বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অটোরিক্সা-১১, চশমা-৪৬৭, মোটরসাইকেল-৩১, টেবিলফ্যান-৩৩, আনারস-২৪৪, দু’টি পাতা-০৫, ঢোল-০৭, টেলিফোন-০৩, ঘোড়া-২৮১, রজনী গন্ধা-১৫টি ভোট পায়। যেখানে পুরুষ ৭২১ এবং মহিলা ৬১৫ সহ মোট ১৩৩৬ ভোটের মধ্যে ১০৯৭টি বৈধ ভোট পড়ে। ০৮ নং কেন্দ্র নগর বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অটোরিক্সা-৮, চশমা-১৯৫, মোটরসাইকেল-০৬, টেবিলফ্যান-৩৬, আনারস-৪০৪, দু’টি পাতা-০৪, টেলিফোন-০৪, ঢোল-০৩, ঘোড়া-৬৫, রজনী গন্ধা-০৪টি ভোট পায়। যেখানে পুরুষ ৫০১ এবং মহিলা ৪৫০ সহ মোট ৯৫১ ভোটের মধ্যে ৭২৯টি বৈধ ভোট পড়ে। ০৯ নং কেন্দ্র ছাব্বিশ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক লাউখোলা এ এস উচ্চ বিদ্যালয়ে অটোরিক্সা-১৭, চশমা-৩৪৭, মোটরসাইকেল-১৮৬, টেবিলফ্যান-৩৬, আনারস-২১৯, দু’টি পাতা-০৩, ঢোল-০৩, টেলিফোন-০৫, ঘোড়া-২১৬, রজনী গন্ধা-১৩টি ভোট পায়। যেখানে পুরুষ ৭২১ এবং মহিলা ৬১৫ সহ মোট ১৩৩৬ ভোটের মধ্যে ১০৪৫টি বৈধ ভোট পড়ে।
উক্ত নির্বাচনে ১১৮৯৩ ভোটের মধ্যে ৯৫৪৬টি ভোট পড়ে, যা শতকরা ৮০.৪২% দাঁড়ায়। এছাড়া ৯৫৪১টি বৈধ এবং ২৩টি অবৈধ ভোট পড়ে।
মূলনা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আঃ জলিল মাদবর জানান, আমরা জনগনের সমর্থন নিয়ে তাদের পাশে থেকে কাজ করে গিয়েছি। যার ফলে জনগন আমাদেরকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করেছে। এই জয় জনগনের জয়, মূলনাবাসীর জয়। আমি আগামি পাঁচ বছর আমার সাধ্য অনুযায়ী মূলনাবাসীকে সেবা দিয়ে যাবো।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল বলেন, আমরা চেষ্টা করেছি আইন-শৃঙ্খলা পরিপন্থি কোন ধরনের কার্যক্রম যাতে না ঘটে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলাম আমরা। যার ফলে অত্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শেষ করে কেন্দ্রভিত্তিক ফলাফলের পাশাপাশি চূড়ান্ত ফলাফল ঘোষণা সম্ভব হয়েছে।
Leave a Reply