তুফান চাকমা, নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির নানিয়ারচরে রাতের আধারে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল হাসান রুজির শেষ সম্বল সিএনজি চালিত অটোরিকশা। সে ডাকবাংলা এলাকায় মোঃ সায়েদের ছেলে।
বুধবার (৫ জানুয়ারী) দিবাগত রাতে এঘটনাটি ঘটে। বিষয়টি স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া যায়।
ক্ষতিগ্রস্থ সিএনজি অটোরিক্সার মালিক হাসান রুজি জানায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও নিজের বসতবাড়ীর সামনে সেমি পাকা ঘরে রেখেছিল সিএনজিটি। সারাদিন ভারা চালিয়ে রাতে গাড়িটি প্রতিদিনের মতো একি জায়গায় রেখেছিলাম। কারা পুড়িয়েছে বা কিভাবে পুড়েছে এখনো জানা যাচ্ছেনা। গাড়িটি কিছুদিন আগে নতুন করে লাইসেন্স করা হয়েছে।
উপজেলা সিএনজি চালক সমিতির সভাপতি মোঃ-ইউনুছ জানায়, সাটার বিহীন এই সেমিপাকা ঘরে বৃহস্পতিবার রাতের আঁধারে সিএনজি’র জ্বলন্ত আগুন দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে গ্রামবাসীরা পরে সকলেই এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি কিভাবে কি হয়ে গেলো এখনো সঠিকভাবে জানা যাচ্ছে না।
এ বিষয়ে নানিয়ারচর থানার ওসি সুজন হালদার জানায়, উপজেলা ডাকবাংলা এলাকায় সিএনজি পুড়ে গিয়েছে। এ ব্যাপারে নানিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে তদন্তের লক্ষ্যে রয়েছে। ঘটনা কিভাবে কি হয়েচজে তা এখনো বলা যাচ্ছেনা।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরজামাল হাওলাদার।
Leave a Reply