মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা, খুলনার ফুলতলা রাড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতকরা ৪০ জন ছাত্র-ছাত্রী পাচ্ছে না উপবৃত্তির টাকা।
এ বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের অভিভাবকদের মাঝে বিভিন্ন রকম গুঞ্জন শোনা যাচ্ছে। রাড়ীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে জানতে পারা যায় তাদের এই ভোগান্তির কথা।
অভিভাবকরা দৈনিক অপরাধ অনুসন্ধানকে জানান, তাদের ছেলেমেয়েরা যে উপবৃত্তির টাকা পায় সে টাকাটা তাদের মোবাইলের নগদ একাউন্টে আসে ।২০২২ সালের ডিসেম্বর মাসে তাদের ছেলেমেয়েদের উপবৃত্তির টাকা ও নগদ একাউন্টে আসার কথা কিন্তূ তাদের ছেলেমেয়েদের উপবৃত্তির টাকাটা তাদের অ্যাকাউন্টে আসে নাই,এই বিষয় নিয়ে তারা প্রাথমিক বিদ্যালয়ের হেড স্যারের সাথে কথা বলেন।
অভিভাবকদেরকে হেডস্যার জানিয়েছেন যে এই টাকার ব্যাপারে তাদের কোন হাত নেই এটা সরকারের তরফ থেকে প্রত্যেক অভিভাবকের একাউন্টে ঢুকে যায়। আবার তিনি আরো জানিয়েছেন যে,এই উপবৃত্তির টাকাটা নিয়ে এ বছরই এরকম হয়েছে,শতকরা ৪০ জন ছেলেমেয়ে উপবৃত্তির টাকা পায় নাই।
অভিভাবকরা হেড স্যারের কাছে জানতে চেয়েছেন এ বিষয় নিয়ে তারা কি করতে পারে, তখন স্কুলের স্যাররা বলেছেন যে,তাদের নগদে যে একাউন্ট ছিল ওই একই নম্বরে বিকাশের একাউন্ট খুলতে,কিন্তু তাতেও মোটেও কোন লাভ হয় নাই,কোন একাউন্টেই উপবৃত্তির টাকা আসে নাই।
স্কুলের স্যাররা যখন এই বিষয়টা নিয়ে বলেছে যে তাদের কোন হাত নাই। তখন অভিভাবকরা তাদের মনের ক্ষোভ নিয়ে দৈনিক অপরাধ অনুসন্ধানের কাজে পৌঁছান।
দৈনিক অপরাধ অনুসন্ধানের পক্ষ থেকে ইনভেস্টিগেশন চলছে, তবে কি কারনে এরকম হয়েছে যে ৪০% ছাত্রছাত্রী উপবৃত্তির টাকা পায় নাই। বিষয়টা খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।
দৈনিক অপরাধ অনুসন্ধান সাধারণভাবে খোঁজ নিয়ে জানতে পেরেছে যে শুধু রাড়িপাড়া স্কুলে নয় এর আশপাশে আরও চার-পাঁচটা স্কুলেও একই অবস্থা।
আপনারা দৈনিক অপরাধ অনুসন্ধানের সঙ্গে থাকুন ইনভেস্টিকেশন শেষে বিস্তারিতভাবে পরবর্তী প্রতিবেদনে জানানো হবে।
Leave a Reply