1. admin@bijoy52tv.com : bijoy52tv :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

নানিয়ারচরে উপজেলা আওয়ামীলীগ নেতার মৃত্যুতে এমপি দীপংকরের শ্রদ্ধাঞ্জলি

বিজয় ৫২ টিভি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৫ জন দেখেছেন

তুফান চাকমা, নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি:- রাঙামাটির নানিয়ারচরে উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল বারী শেখের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন, খাদ্য মন্ত্রণালয়ের সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার, এমপি।

 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইসলামপুর দাখিস মাদ্রাসা স্কুল মাঠে এ শ্রদ্ধাঞ্জলি জানান তিনি। এসময় মৃত ব্যক্তির পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

 

এসময় নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, সহসভাপতি সুজিত তালুকদার (হ্যাডম্যান), জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সম্পাদক ইলিপন চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাস, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড: দর্শন চাকমা ঝন্টু, প্রিয়তোষ দত্ত, সাংগঠনিক সম্পাদক জনতা শেখর চাকমা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পলেন তালুকদার (হ্যাডম্যান)

আইন বিষয় সম্পাদক অ্যাড: মামুন ভূইয়া সহ অসংখ্য নেতাকর্মী ও পাড়াপ্রতিবেশীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, আব্দুল বারী শেখ গতকাল রাত ১০.৩০ মিনিটে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৫টি ছেলে রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira