নিজস্ব প্রতিবেদক:-গত ২১ জুন ২০২৩ তারিখে চট্টগ্রাম প্রতিদিন নামক পত্রিকার অনলাইনে প্রকাশিত “জুুয়া খেলায় মক্ত ট্রাফিক পুলিশ চাঁদা নেন ফুটপাত, ব্যাটারি রিক্সা থেকেও শিরোনামে প্রকাশিত সংবাদ ও দৈনিক “ভোরের চেতনা” নামক পত্রিকায় প্রকাশিত ট্রাফিকের পোশাক পড়ে রেকার মামুনের জমজমাট জুয়ার আসর শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। যার কোন সত্যতা নেই।
আমার মক্কেলের যে ছবি প্রকাশিত হয়েছে সেটি কোন জুয়া খেলার ছবি নয় এবং সমসাময়িক ছবিও নয়। মূলত আমার মক্কেলের ডিউটি স্থানের সামনে একটি পান দোকান্দার যার নাম সুজন তার দোকানের এক ক্রেতার সাথে তার লেনদেন এর হিসাব গড়মিল হওয়াতে উক্ত দোকান্দার সুজন আমার মক্কেল রেকার ড্রাইভার মোঃ মামুন রশীদকে হিসাবটা দেখে অপর ক্রেতাকে বুঝিয়ে দেয়ার জন্য অনুরোধ করে দোকানদার ও ক্রেতা উভয়ের মধ্যে হিসাবের লেখা পড়ে ও মোবাইলের ক্যালকুলেটরে
হিসাব করার সময়ের ছবিটাকে বিকৃতভাবে ব্যবহার করে জুয়া খেলার ছবি হিসাবে সংবাদ প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ বানোয়াট ও কল্পকাহিনি, ছবিতে স্পষ্ট যে, জুয়া খেলার মত কোন সরঞ্জমাদি সেখানে স্পষ্ট নাই, আমার মক্কেলের বসা স্থানে যে দুই ব্যাক্তি দাঁড়ানো তাহারাও ঐ হাসাব বিষয়ে দেখার জন্য এবং ফ্রী পোর্ট মোড় থেকে মটর সাইকেল থেকে চাঁদা আদায়, এইচ পাওয়ার, বিটেক,টমটম, ইজিবাইক খেকে চাঁদা নেওয়ার যে সংবাদ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ প্রণোদিত, মিথ্যা ও বানোয়াট।
মূলত, আমার কাছ থেকে অনৈতিক সুবিধা নেয়ার নিমিত্তে কতিপয় নামধারী তথা কথিত সাংবাদিক পরিচয়ে তাকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করে আসছে এবং বিভিন্নভাবে তাকে নিউজে উল্লেখিত কথা-বার্তায় হয়রানি করে আসছে,যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, মনগড়া,কল্পকাহিনিক রসালোভাবে উপস্থাপন করে বিকৃত করে হয়রানি ও কর্মক্ষেত্রে ক্ষতি সাধনের উদ্দ্যশ্য সংবাদ প্রচার করেছেন।
আমার মক্কেল মো: মামুনুর রশীদ’র নজরে উক্ত সংবাদ পরিলক্ষিত হওয়ার পর তিনি এই
ভিত্তিহীন মনগড়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং উক্ত শিরোনামে প্রকাশিত সংবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ধন্যবাদান্তে
জাফর আহমেদ (ফয়েজ)
এডভোকেট জজকোর্ট, চট্রগ্রাম।
নং ২৭৮/০৬
Leave a Reply