কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ-নওগাঁর গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে।নওগাঁর মোটরসাইকেল চুরির সাথে জড়িত আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে।শুক্রবার বেলা এগারোটায় ডিবি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে এসব তথ্য প্রদান করেছেন অকিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান। সংবাদ সন্মেলনে তিনি জানান, সম্প্রতি জেলার বেশ কিছু স্থানে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছিল। এই তৎপরতা রোধে এবং আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষেজনসাধারন জনগনের যাত্রা স্বাভাবিকরাখতে পুলিশের বিশেষ তৎপরতার অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়ে আসছে।এইঅভিযান তৎপর রাখতে পুলিশ গোপন সংবাদ পায় যে জেলার মান্দা উপজেলার ভাঁসশো ইউনিয় পরিষদের সামনে চোরাই মোটরসাইকেল বিক্রির প্রক্রিয়া একুশে জুন বুধবার পুলিশ সুপার মুহম্মাদ রাশিদুল হকের নির্দেশে জেলার বিশেষ শাখার পুলিশ পরিদশক মোঃ হাসমত আলী নেতৃক্বে একটি টিম ঘটনার স্থলে গিয়ে হাতেনাতে দু’জনকে গ্রেফতার করেএবং তাদের হেফাজতে থাকা দু’টি মোটর সাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো নওগাঁ জেলাধীন রানীনগর মিরপুর গ্রামের তাইজুল ইসলামের পুত্র মোঃ জিয়াউর রহমান ও মোকামপুর গ্রামের জিয়াউর রহমানের পুত্র মোঃনাজমুল হোসেন। তাদের দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত বারোটা পযন্ত ঐ টিম অভিযান চালিয়ে রাজশাহী জেলাধীন বাগমার উপজেলার কাচারী কোয়ালীপাড়া গ্রামের আবেশ াালীর পুত্র আমজাদ হোসেন এবংআবুল কালাম আজাদের ছেলে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের বিভিন্ন স্থানে বিক্রি করা আরও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত উক্ত কোমারপুর গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃ আবু তাহেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানান,উদ্ধারকৃত মোটরসাইকেল-এর মধ্যে তিনটি এ্যাপাচি আরটিআর, চারটি ডিসকোভার একশত সিসি এবং একটি প্লাটিন একশত সিসি।অপরদিকে আত্রাই থানা পুলিশের এএসআই মোঃ রাশেদ আলীর নেতৃত্বে এক অভিযান চালিয়ে এক অভিযান চালিয়ে আত্রাই নতুর ব্রীজের উপর থেকে চৌদ্দ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে এগারো টায় আত্রাই নতুন ব্রীজের উপর একটি সবুজ রংএর সিএনজি’র ছয় যাত্রী দেহ তল্লাশী চালিয়ে এই গাঁজা গুলো উদ্দার করা হয়।পুলিশ গাঁজা ও সিএনজিসহ ছয়জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো চাঁদপুর জেলাধীন কচুয়া থানার ভুঁইয়ারা গ্রামের মৃত আছমত আলীর পুত্র জসিম(চৌদ্দ) ও শাহ আলমের পুত্র মোঃ সেলিম(বাইশ) গোপালগঞ্জ জেলাধীন কোটালীপাড়া থানার গোপালপুর গ্রামের ফুল মিয়ার ছেলে মোঃ সাজ্জাম হাওলাদার, নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের শ্যামল চন্দ্র
মোহন্ত(বত্রিশ) ও মৃত রাজেন্ চন্দ্র পলাশ চন্দ্র দেবনাথ,পার নওগাঁ মহল্লার মৃত রইচ মন্ডলের পুত্র বজলুর রহমান(উনটল্লিশ) তাদের প্রত্যেকের শরীরে বিশেষ কায়দায় চৌদ্দ কেঁিজি গাঁজা বাঁধা ছিল। পুলিশ ধারনা করছে তারা মাদক চোরাচালানের সক্রিয় সদস্য এবং দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচারের আয়োজন করে থাকে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের নিকট হস্তান্তর করেছে।৳
Leave a Reply