1. admin@bijoy52tv.com : bijoy52tv :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বিজয় ৫২ টিভি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৮৭ জন দেখেছেন

আব্দুস সালাম রুবেল, স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও):-ঠাকুরগাঁওয়ে সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে।

 

শনিবার বিকেলে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের সিংপাড়া এলাকায় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরীর উদ্যোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আলমান ইদু, ও মিজানুর রহমান,

আইয়ুব আলীসহ অন্যান্যরা।

 

খাদ্য সামগ্রী বিতরণ শেষে জেলা সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী বলেন দলটির চেয়ারম্যান জিএম কাদের এর দিক নির্দেশনায় অতীতেও যে রকম জাতীয় পার্টি সাধারণ মানুষের পাশে ছিলেন এখনো ঠিক আগের মতনই আমরা রয়েছি। জাতীয় পার্টি সবসময় সুখে দুখে সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে।

 

উল্লেখ্য সিংপাড়া এলাকা গত শুক্রবার ভোর রাতে আজিম উদ্দিন ও লাল মিয়ার বাড়িতে আগুন লেগে যায় এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুইটি পরিবারের ৩ টি গরু ঘরের সকল আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে।

 

কম্বলসহ খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১ বস্তা চাল, ডাল, তেল, লবণ ও শুকনা খাদ্য সামগ্রী।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira