1. admin@bijoy52tv.com : bijoy52tv :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে খ্রীষ্ট ধর্মাবলীদের ওয়ানগালা অনুষ্ঠিত

বিজয় ৫২ টিভি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৬২ জন দেখেছেন

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীর মরয়িমনগর
ধর্মপল্লীতে ওয়ানগালা বা খ্রীষ্টরাজার পর্ব পালন অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর রবিবার সকাল ৯টায় মহাসমারোহে
স্থানীয় মরিয়মনগর স্কুল মাঠে এর আয়োজন করা হয়।

এতে পুরোহিত্য করেন, মরিয়মনগর সাধুজর্জের ধর্মপল্লীর সহকারি পালপুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ , সিএসসি।
প্রথমে মিঃ ক্লেমেন্ট ম্রং ওয়ানগালার ইতিবৃত্ত, তাৎপর্য ও বর্তমান খ্রীষ্ট-বিশ্বাসের ভিত্তিতে ওয়ানগালা বিষয়ে ব্যাখ্যা প্রদান করার পর
পুরোহিতকে বিশেষ শিরোত্থান ও রাজকীয় দন্ড প্রদান করা হয়।

পরে প্রধান পুরোহিত খ্রীষ্টরাজার সিংহাসন ক্রুশকে খুতুব প্রদান ও ধুপারতি প্রদান করেন। পরে জনগণের উৎসর্গকৃত ফসলাদী থক্কা ও আশীবাদ প্রদান করেন। এসময় গারো সমাজের ১৩টি গোত্রের প্রতিস্বরুপ ১৩টি চেকরেক বাতি প্রজ্জ্বলন করা হয়।

এই প্রজ্জ্বলিত চেকরেককে ঘিরে বিশেষ নাচের মধ্যে দিয়ে থক্কানুষ্ঠান শেষ হয়।

থক্কানুষ্ঠান শেষে খ্রীষ্টভক্তগণ সকলে শোভাযাত্রা করে গীর্জায় প্রবেশ করে ধর্মীয় ভাবগাম্ভির্যতা ও আধ্যাক্তিক ভক্তির মধ্যদিয়ে খ্রীষ্টযাগ উৎসর্গ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, ওয়ানগালা প্রেসকাউন্সিলের সাধারণ সম্পাদক মিঃ অসীম ও চার্জ লিডার মিঃ হেমারসন চিরান।

অনুষ্ঠানে খ্রীষ্ট-বিশ্বাসের নারি শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ অংশ গ্রহন করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira