ডেক্স নিউজ:-গত ২৫ ডিসেম্বর ২৩ খ্রি. তারিখ রাত আনুমানিক ০৪:০০ ঘটিকা থেকে ভোর ০৫:০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে অজ্ঞাতনামা চোর/চোরেরা বাদির ফিরোজশাহ এলাকার দোতলা বাসার বেলকনির গ্রিলে লাগানো তালা খুলে ভেতরে প্রবেশ করে আলমারিতে রক্ষিত নগদ-১,১৭,০০০ (এক লক্ষ সতের হাজার) টাকা, ১২.৫ ভরি স্বর্ণ, যার মূল্য প্রায় ১২,৫০,০০০/- টাকা ও ০৩টি মোবাইল সেট চুরি করে নিয়ে যায়।
বাদির এজাহারের ভিত্তিতে সিএমপি আকবরশাহ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলার প্রেক্ষিতে সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: আশরাফুল করিম ও সহকারী পুলিশ কমিশনার মো: মঈনুর রহমান এর তত্ত্বাবধানে, আকবার শাহ থানার ওসি মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবার এর নেতৃত্বে, এসআই/এইচ এম ওয়াহিদুল্লাহ, এসআই/মহসিন, এএসআই/ইসমাইল হোসেন ০৪ ডিসেম্বর ২০২৩ খ্রি. চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আব্দুল্লাহ লোকমান প্রঃ লোকমান ও মোঃ জাহিদুল ইসলাম প্রঃ জিসানকে চুরি যাওয়া ০১টি গলার নেকলেস, ০১ জোড়া চুড়ি, ০১ জোড়া কানের দুল, ০৬টি আংটি, সর্বমোট ০৬ (ছয়) ভরি ১১(এগারো) আনা ০৪ রত্তি স্বর্ণসহ আটক করেন।
আটককৃতরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থানে চুরি করে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
Leave a Reply