নিজস্ব প্রতিবেদক:
“বাংলাদেশ আমার অহংকার”এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগণের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কতিপয় ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্র সক্রিয় হয়ে উঠেছে। উক্ত ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৭, চট্টগ্রাম ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম বিশেষ সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় ছিনতাইকারী আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এক পিকআপ বোঝাই গরু ছিনতাই করে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৭ জুন ২০২৪ ইং তারিখ আনুমানিক ০২.৩০ ঘটিকার সময় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন লালপোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশি শুরু করে। এ সময় র্যাবের চেকপোষ্টের দিকে আসা গরু বোঝাই পিকআপ গাড়িকে থামানোর সংকেত দিলে উক্ত পিকআপ থেকে নেমে সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামি মোঃ শামীম ভূঁইয়া (৩৪), পিতা- মোঃ শফিকুল ইসলাম, সাং- বাঙ্গুরী (ভূঁইয়া বাড়ি), থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা উক্ত পিকআপ গাড়ির পিছনে বাঁধা অবস্থায় ০৫ (পাঁচ) টি ষাড় গরু জব্দ সহ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দলনেতা এবং সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই করে আসছিল। আসন্ন ঈদ উল আযহাকে কেন্দ্র করে তার দলের সদস্যরা গরু বোঝাই পিকআপ ও ট্রাক টার্গেট করছিল। পরবর্তীতে টার্গেটকৃত গাড়িতে থাকা ড্রাইভার ও গরুর মালিককে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে সুবিধামত স্থানে গাড়ি নিয়ে মারধর করে তাদেরকে গাড়ি হতে নামিয়ে দিয়ে গরু ও গাড়ি ছিনতাই করে নিয়ে তারা পালিয়ে যাচ্ছিল।
উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামি মোঃ শামীম ভূঁইয়া এর বিরুদ্ধে কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় মাদক, চুরি, ছিনতাই, অপহরণ এবং দস্যুতা সংক্রান্তে সর্বমোট ০৫ (পাঁচ)টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে কুমিল্লা জেলার কুমিল্লা দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply