1. admin@bijoy52tv.com : bijoy52tv :
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

ররগুনার তালতলীতে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ, এলাকাবাসীর ঝাড়ু মিছিল

বিজয় ৫২ টিভি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৫৮ জন দেখেছেন

পারভেজ রানা, স্টাফ রিপোর্টার:

তালতলীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা না নেওয়ায় ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা। ঝাড়ু মিছিল শেষ করে কাজ বন্ধ করে দেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২৫) দুপুর ১২টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, তালতলীর বড়বগী ইউনিয়নের মালিপাড়া থেকে নয়াপাড়া পর্যন্ত ১১০০ মিটার সড়ক নির্মাণে দরপত্র আহবান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। দরপত্রে অংশগ্রহন করে কাজটি পেয়েছে মেসার্স এনামুল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকারদারী প্রতিষ্ঠানকে কাজে ব্যয় ধরা হয় ১ কোটি ২১ লাখ ৯২ হাজার টাকা।

মালিপাড়া থেকে নয়াপাড়া সড়কের নির্মাণকাজ এলজিইডি’র আওতাভুক্ত হলেও এ কাজের তদারকির দায়িত্ব উপজেলা প্রকৌশলীর। তবে সড়ক নির্মাণ কাজটিতে নিম্নমানের ইট ব্যবহার করে কাজ চলতে থাকে। এসময় স্থানীয় বাসিন্দারা কাজে অনিয়মের বিষয়ে উপজেলা প্রকৌশলীকে জানালে তিনি কোনো ব্যবস্থা নেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী নিম্মমানের কাজ বন্ধের দাবীতে ঝাড়ু মিছিল দেয় এবং চলমান কাজ বন্ধ করে দেয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কাওসার হামিদ, রাসেল মৃধা, আলমাস খলিফা, জাহাঙ্গীর মিয়া বলেন, ‘সড়কে একদম নিম্ন মানের ইট দিয়ে রাস্তা নির্মাণ কাজ চলছিলো। ব্যবহারিত ইট হাত দিয়েই ভাঙা যাচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে জানালে তিনি কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল দিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। প্রকৌশলীকে ‘ম্যানেজ’ করে ঠিকাদার দায়সারাভাবে সড়কের কাজ করছে বলে তাদের অভিযোগ।

এবিষয় জানতে চাইলে মেসার্স এনামুল এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এনামুল এর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার বিষয়ে জানতে চাওয়া হলে তালতলী উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘সামান্য কিছু ইট খারাপ ছিলো। সেগুলো বাছাই করে আলাদা রাখা হয়েছে এবং সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানকে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা গণমাধ্যমকে বলেন, স্থানীয় বাসিন্দারা আমার কাছে অভিযোগ করছে। প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠিয়ে ইটের গুণগত মান যাচাই করতে বলা হয়েছে। মানসম্মত ইট না হলে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তিনি আরও বলেন, সড়ক নির্মাণে নতুন করে মানসম্মত ইট দিয়ে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগকে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর পড়ুন
© All rights reserved © 2025
Developer By Zorex Zira